শহরের ট্রাফিক পয়েন্টে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, মালামাল জব্দ

সুনামগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এবং আশপাশের সড়কে ট্রাফিক জ্যাম নিরসন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। রবিবার বিকেলে এই অভিযান পরিচালিত হয়।
এর আগে শুক্রবার পুরাতন শহীদ মিনার সংলগ্ন ফুটপাত দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন ছুরিকাহত হন। তাদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিশৃঙ্খলা এড়াতে এবং ফুটপাত পুনরুদ্ধার করতে জেলা প্রশাসনের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন। অভিযানে আলফাত স্কয়ার থেকে জেলা জজ বাংলো পর্যন্ত ফুটপাতের বেশ কয়েকটি সবজি ও ফলের দোকানের মালামাল জব্দ করা হয়।
এছাড়া, যেসব বৈধ দোকানি তাদের মালামাল দোকানের সামনে সড়ক বা ড্রেনের ওপর রেখেছেন, তাদের সতর্ক করা হয়েছে। সড়কে কোনো দোকান বসানো যাবে না এবং দোকানের সামনে মালিকদের ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল রাখা যাবে না—এমন নির্দেশনাও দেওয়া হয়েছে।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, পৌরসভার প্রকৌশলী কয়েস আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সদর থানার সেকেন্ড অফিসার এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশ ফোর্স অভিযানে সহায়তা করে।
অভিযান শেষে মোহাম্মদ রেজাউল করিম বলেন,
“আমরা চেষ্টা করছি জনবহুল এবং ট্রাফিকসমৃদ্ধ এলাকায় কেউ যেন দোকান বসাতে না পারে। আজ সবার মালামাল জব্দ করা হয়েছে এবং ভবিষ্যতে কেউ বসলে তাকে জেলে পাঠানো হবে—এই বার্তা দিয়েই এসেছি।”
প্রায়ই এমন অভিযান হলেও কিছুদিন পর সড়ক পুনরায় দখল হয়ে যায়—এমন প্রশ্নের জবাবে প্রশাসক বলেন,
“পৌর বাজার শাখার কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে—তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার তদারকি করবেন। কাউকে ফুটপাতে দোকান বসাতে দেখলে সঙ্গে সঙ্গে সরিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।