পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে সদ্য গঠিত বিএনপির ওয়ার্ড কমিটিকে কেন্দ্র করে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে।
তৃণমূলের একাধিক পদবঞ্চিত নেতাকর্মী অভিযোগ করেছেন— দলীয় গঠনতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া উপেক্ষা করে একতরফাভাবে কমিটি ঘোষণা করা হয়েছে, যা দলের মধ্যে বিভক্তি ও নেতৃত্ব সংকট তৈরি করছে।
শনিবার (২৮ জুন) বিকেলে পিরোজপুর শহরের জাতীয় সাংবাদিক সংস্থা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন কলাখালী ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. ডালিম ডাকুয়া।
লিখিত বক্তব্যে ডালিম ডাকুয়া বলেন, “২৬ জুন ঘোষিত কমিটিতে প্রকৃত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়নি। বরং পছন্দের লোকদের রাজনৈতিক জনসম্পৃক্ততা বিবেচনা না করেই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দলের আদর্শ ও গঠনতন্ত্রের পরিপন্থী।”
তিনি আরও বলেন, কমিটি গঠনের সময় পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসিম现场 উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি মো. দুলাল শেখ, সহ-সাধারণ সম্পাদক মো. আফজাল শেখ, সদস্য মো. মাসুদ ডাকুয়া, মো. মনির ফকির ও মো. জাকিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
তারা জানান, “বিএনপির চলমান পুনর্গঠনের প্রক্রিয়ায় তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্য ও শক্তিশালী নেতৃত্ব গঠনের জন্য সুষ্ঠু কাউন্সিল অপরিহার্য। অনিয়মের মাধ্যমে গঠিত কমিটি ত্যাগী নেতাদের পাশে না থেকে দলে বিভাজন সৃষ্টি করবে।”
তারা পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির হস্তক্ষেপ কামনা করে বলেন, অনিয়ম তদন্তপূর্বক গণতান্ত্রিকভাবে নতুন ওয়ার্ড কমিটি গঠন করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসিম বলেন, “নির্বাচন হয়েছে ভোটার তালিকা অনুযায়ী। অভিযোগকারীরা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।”