আল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন — فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ অর্থাৎ, “তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করবো।” (সূরা আল-বাকারা, আয়াত ১৫২)। মানব জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা নানা দুঃখ-কষ্ট, চাপ ও উদ্বেগের সম্মুখীন হই।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের আশ্বস্ত করেছেন যে, তাঁকে স্মরণ করলে তিনি আমাদের স্মরণ করবেন। আর আল্লাহর স্মরণেই রয়েছে প্রকৃত শান্তি ও সফলতা।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “যে ব্যক্তি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবেন।” (মুসনাদ আহমাদ, হাদিস ১০৪০৯, সহীহ)। আরও বলেছেন, “তোমাদের জবান সবসময় আল্লাহর জিকিরে সজীব রাখ।” (তিরমিজি, হাদিস ৩৩৭৫)।
সত্যিই, স্মরণেই শান্তি। আল্লাহর জিকির অন্তরকে পরিশুদ্ধ করে, দুঃখ দূর করে এবং জীবনকে সুন্দর করে তোলে। আসুন, আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করি, যেন তিনি আমাদের স্মরণ করেন এবং আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন। আল্লাহ আমাদের সবাইকে তাঁর জিকিরে প্রিয় বান্দা হিসেবে কবুল করুন। আমীন।