বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নির্দেশায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নরসিংদীর মনোহরদী উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে চন্দনবাড়ী ইউনিয়নের অর্জুনচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই কৃষি সহায়তা কার্যক্রম।
এই কর্মসূচির আয়োজন করে মনোহরদী উপজেলা ও পৌরসভা কৃষক দল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব রায়হান উদ্দিন বাচ্চু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজ সংসদের সাবেক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা খ.ম. কামরুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম রুমেল, উপজেলা ছাত্রদলের নেতা মহসিন কবির, চন্দনবাড়ী ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইলিয়াস প্রধান, বড়চাপা ইউনিয়নের সভাপতি খোকা এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি অহিদুল রহমান মাসুম।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের ইমরান, বাবু ও কালাম এবং খিদিরপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রেজাউল কাদির প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় প্রান্তিক কৃষকরা বিপাকে পড়েছেন। এই ধরনের উদ্যোগ কৃষকদের কৃষিকাজে উৎসাহ দেবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে।
এই কর্মসূচির আওতায় শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চমানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। নেতারা জানান, বিএনপি কৃষকদের পাশে আছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অংশ নেওয়া অনেক কৃষক বলেন, রাজনৈতিক দলের এমন মানবিক সহায়তা খুবই প্রয়োজনীয় এবং সময়োপযোগী। তারা কৃতজ্ঞতা জানান বিএনপি ও কৃষক দলের প্রতি।
এই কর্মসূচি মনোহরদীতে রাজনৈতিক ভিত্তিতে কৃষি সহায়তার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল, যা স্থানীয় পর্যায়ে প্রশংসা কুড়িয়েছে।