ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনুষ্ঠিত হলো সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সরাইল উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোঃ আক্তার হোসেনের স্মরণসভা।
শনিবার (তারিখ অনুযায়ী) বিকাল ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই স্মরণসভায় সভাপতিত্ব করেন বর্ষীয়ান রাজনীতিক কমরেড দেবদাস সিংহ রায়। শোকাবহ পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা তুলে ধরেন আক্তার হোসেনের সংগ্রামী জীবন, আদর্শবাদী রাজনীতি ও সাধারণ মানুষের পাশে থাকার অনন্য ভূমিকার কথা।
স্মরণসভায় স্বাগত বক্তব্য ও শোক প্রস্তাব উপস্থাপন করেন সিপিবি’র সাধারণ সম্পাদক মোজাম্মেল পাঠান। এরপর একে একে আলোচনায় অংশ নেন সিপিবি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ হোসেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, ন্যাপের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সমন্বয়ক আব্দুস সোবাহান মাখন, কবি ও সাংস্কৃতিক সংগঠক আবুল কাসেম তালুকদার, সাবেক ছাত্রনেতা আবুল কাসেম, বাংলাদেশ জাসদের নেতা জাফর আহমেদ আঁকছির এবং ন্যাপ নেতা মোঃ শরীফ উদ্দিন।
বক্তারা বলেন, কমরেড আক্তার হোসেন ছিলেন একজন আপসহীন নেতা, যিনি শোষণমুক্ত সমাজের স্বপ্ন নিয়ে সারাজীবন সংগ্রাম করে গেছেন। শিক্ষাজীবন থেকেই তাঁর রাজনীতিতে সম্পৃক্ততা, ছাত্র ইউনিয়নের মাধ্যমে নেতৃত্ব গড়ে তোলা এবং পরে সিপিবির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা—সবই একটি আদর্শবান ও কর্মমুখর জীবনের প্রতিফলন।
স্মরণসভাটি ছিল শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একটি অনুপ্রেরণার উৎস। বক্তারা নতুন প্রজন্মকে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ পরিবর্তনের আন্দোলনে অংশ নিতে আহ্বান জানান।
এই আয়োজন সরাইলের রাজনৈতিক, সাংস্কৃতিক ও নাগরিক সমাজে ইতিবাচক বার্তা দিয়েছে। নেতৃবৃন্দের মতে, কমরেড আক্তার হোসেনের মতো মানুষের স্মৃতি ধরে রাখা মানেই সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্রের সংগ্রামে প্রতিশ্রুতিবদ্ধ থাকা।