এ.জেড আমিনুজ্জামান রিপন, গোপালগঞ্জ।। গোপালগঞ্জে আয়োজিত হলো অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শনিবার (২৮ জুন) সকালে গোপালগঞ্জের ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া অফিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজা।
বালক ও বালিকা বিভাগে মোট ২০টি ইভেন্টে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১০ জন শিক্ষার্থী। এর মধ্যে বালকদের তিনটি বিভাগ এবং বালিকাদের দুইটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রাসেল মুন্সিসহ জেলার বিশিষ্ট সাবেক ক্রীড়াবিদ এবং ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।
এর পাশাপাশি, ‘তারুণ্যের উৎসব ২০২৪-২৫’ উপলক্ষে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কার্যক্রমও সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।