রাজবাড়ী জেলা পুলিশের তথ্য প্রযুক্তিনির্ভর অভিযান সফলভাবে ফেরত এনেছে ৬৬টি হারানো মোবাইল ফোন। জেলার পাঁচটি থানায় সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে এসব মোবাইল উদ্ধার করে তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
শনিবার (২৮ জুন) সকাল ১১টায় রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মোবাইলগুলো হস্তান্তর করা হয়। মোবাইলগুলো ফেরত দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব।
উদ্ধার হওয়া মোবাইলগুলোর মধ্যে রয়েছে রাজবাড়ী সদর থানার ৩৩টি, গোয়ালন্দঘাট থানার ২টি, পাংশা মডেল থানার ১১টি, কালুখালী থানার ৫টি এবং বালিয়াকান্দি থানার ১৫টি। এলআইসি (LIC) শাখার একটি দক্ষ আভিযানিক দল দেশের বিভিন্ন জেলা থেকে এই ফোনগুলো প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে উদ্ধার করে।
মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ হারিয়েছেন প্রয়োজনীয় নথি, কেউবা বহু স্মৃতিময় ছবি সংরক্ষিত ফোন। হঠাৎ করে সেই ফোন ফিরে পাওয়ায় উপস্থিত অনেকেই পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান, গোয়ালন্দঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম, ডিবির ওসি মফিজুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, “জেলা পুলিশের এলআইসি শাখা নিয়মিত মোবাইল ফোন উদ্ধার, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকিংসহ সাইবার অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। প্রতিটি থানায় এসব সংক্রান্ত জিডি হলে তা দ্রুত অনুসন্ধান করা হয়।”
তিনি আরও বলেন, “প্রান্তিক মানুষের হারানো জিনিস ফিরে পাওয়ার অনুভূতি অনেক মূল্যবান। এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের সুরক্ষায় জেলা পুলিশ সদা প্রস্তুত।”
জেলা পুলিশের এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও দৃঢ় করেছে। এমন মানবিক ও প্রযুক্তি-নির্ভর কার্যক্রম সামাজিকভাবে দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই মনে করেন সচেতন মহল।