নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কর্মী সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত

সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী, শেরপুর।। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী পৌরসভার শাখার আয়োজনে কর্মী সমাবেশ ও দলীয় প্রতীক ফিরে পাওয়াই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকালে উপজেলা অডিটরিয়াম রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জামায়েত ইসলাম নালিতাবাড়ী পৌর সেক্রেটারি আব্দুল মোমেন এর সঞ্চালনায়,সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও বাংলাদেশ জামায়েত ইসলামী শেরপুর জেলা মাওলানা হাফিজুর রহমান, তিনি বলেন “সংগঠনকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করতে আদর্শিক ভিত্তিকে দৃঢ় করতে হবে। পরিবর্তনের জন্য কর্মীদের সক্রিয় ও নিষ্ঠাবান ভূমিকা প্রয়োজন।”
সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সেক্রেটারি, বাংলাদেশ জামায়েত ইসলামী, শেরপুর জেলা, শেরপুর-৩( শ্রীবরদী ও ঝিনাইগাতী) আসনের এমপি প্রার্থী,অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মনোনীত এমপি প্রার্থী শেরপুর-২ ( নকলা-নালিতাবাড়ী) আসনের মু. গোলাম কিবরিয়া ভিপি, নুরুজ্জামান বাদল, মাওলানা আফসার উদ্দিন,মাওলানা গোলাম সারোয়ার, শাহাদাৎ হোসেন বিএসসি প্রমুখ।
বাংলাদেশ জামায়েত ইসলামের নালিতাবাড়ী পৌর শাখার আমীর আল হেলাল উদ্দিন সভাপতিত্বে বক্তব্য শেষে দলীয় প্রতীক দাড়িপাল্লা ফিয়ে পাওয়ায় একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নালিতাবাড়ী শাহী জামে মসজিদের সামনে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।