ছাত্রশিবিরের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পিরোজপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে ছাত্রশিবিরের পিরোজপুর শহর শাখার ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণ ও সাধারণ ছাত্রদের মাঝে এই কর্মসূচি পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের পিরোজপুর শহর শাখার সভাপতি মো. হাসিব বিল্লাহ, সেক্রেটারি রফিকুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, সাবেক শহর সেক্রেটারি মানজুর আজিজ, সাবেক অর্থ সম্পাদক মুইন উদ্দীন এবং সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, “বর্তমান সময়ই গাছ লাগানোর উপযুক্ত সময়। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ইতোমধ্যেই আমাদের জীবনযাত্রায় বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে। এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম আরও ভয়াবহ পরিবেশগত বিপদের মুখে পড়বে।”
তারা আরও বলেন, “এটি শুধু ছাত্রশিবির নয়, বরং সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। আমাদের সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে এবং রোপিত গাছগুলোর যথাযথ যত্ন নিতে হবে।