চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার ফতেয়াবাদ ছড়ার কুল (বালুর টাল) এলাকায় কাভার্ড ভ্যান, মোটরসাইকেল এবং যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে স্বাভাবিকভাবেই যানবাহন চলছিল। প্রথমে একটি কাভার্ড ভ্যান, তার পেছনে মোটরসাইকেল এবং তার পর যাত্রীবাহী বাস চলছিল। হঠাৎ কাভার্ড ভ্যানটি ব্রেক করলে পেছনের মোটরসাইকেলটি ধাক্কা খায়। মুহূর্তেই পেছনের বাসটি সজোরে মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়।
দুর্ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী সিরাজুল হক (৫৫)। স্থানীয়রা দ্রুত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সিরাজুল হক ফটিকছড়ির ভুজপুর এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে হাটহাজারী পৌরসভার মুন্সি মসজিদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তিনি শিকলবাহা ৫০ মেগাওয়াট পিকিং প্লান্টে মাস্টার রুলে কর্মরত ছিলেন।