২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে গোপালগঞ্জ জেলায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। পরীক্ষার শুরুর দিন বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি প্রথমে গোপালগঞ্জ সরকারি কলেজ (সাবেক বঙ্গবন্ধু সরকারি কলেজ) কেন্দ্র পরিদর্শনে যান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান, কলেজের অধ্যক্ষ প্রফেসর ওহিদ আলম লস্কার, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ মহব্বত আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রহমান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
জেলা প্রশাসক প্রত্যক্ষভাবে পরীক্ষার বিভিন্ন কক্ষ পরিদর্শন করে পরিবেশ, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার উপর সন্তোষ প্রকাশ করেন। তিনি পরীক্ষার্থীদের মনোযোগ দিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার পরামর্শ দেন এবং শিক্ষক ও প্রশাসনের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
এরপর বেলা ১১টায় তিনি মুকসুদপুর উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন। এসময় সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম আক্তার, মুকসুদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান এবং সহকারী কমিশনার মোঃ আতাউর রহমান।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, “এইচএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ধাপ। সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টায় গোপালগঞ্জে একটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা সম্ভব হয়েছে।”
শিক্ষাবিদ ও অভিভাবকরা এই তৎপরতাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। জেলা প্রশাসনের নিয়মিত তদারকি এবং শিক্ষাবান্ধব দৃষ্টিভঙ্গি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এইচএসসি পরীক্ষা চলাকালীন এমন মনোযোগী প্রশাসনিক নজরদারি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করছে বলে মন্তব্য করেন স্থানীয় শিক্ষাকর্মীরা।