বিশ্বজুড়ে মাদকের ভয়াবহ প্রভাব ও এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়াতে প্রতিবছরের মতো এবারও ২৬ জুন পালিত হলো ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’।
এই উপলক্ষে নীলফামারীতে আয়োজিত হয় এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন সরকারি-বেসরকারি চাকুরিজীবী, শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
তিনি বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এর কোনো সুফল নেই, বরং এটি পরিবার, সমাজ ও দেশকে ধ্বংস করে দেয়। মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।”
আলোচনায় আরও বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আনিছুর রহমান খান, সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডা. শেখ আতিকুর রহমান, জেলা পুলিশ সুপার জ্যোতিষ বিকাশ চন্দ্র এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মহসিন।
তাঁরা মাদকের কুফল, স্বাস্থ্যগত ক্ষতি ও সামাজিক অবক্ষয় নিয়ে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন।
সভা শেষে মাদকবিরোধী কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই আয়োজনটির মূল উদ্দেশ্য ছিল জনগণের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা এবং আগামী প্রজন্মকে মাদক থেকে রক্ষা করার লক্ষ্যে সম্মিলিত পদক্ষেপ গ্রহণ।