বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজাপুরে বড়ইয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ডিগ্রী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কার্যক্রমে বিভিন্ন ফলদ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।
বুধবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রদলের সভাপতি সফওয়ান কিবরিয়ার নেতৃত্বে আয়োজনে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক অপু আহামেদ, প্রচার সম্পাদক তওহীদসহ ছাত্রদলের নেতাকর্মীরা।
বক্তব্যে সফওয়ান কিবরিয়া বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। ছাত্রদল সবসময়ই পরিবেশবান্ধব উদ্যোগকে গুরুত্ব দিয়ে এসেছে।
তিনি আরও বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে নয়, সামাজিক সচেতনতামূলক কাজেও সক্রিয়। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলবে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।