
২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেল উৎপাদন বাড়াতে নড়াইল সদরে কৃষকদের মাঝে নারিকেল চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামান।
এই কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার মোট ১,০০০ কৃষককে ৫টি করে নারিকেল চারা সরবরাহ করা হয়। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে আরও ১,২০০টি চারা প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউএনও সঞ্চিতা বিশ্বাস বলেন,
“এই কর্মসূচি নারিকেল উৎপাদনে কৃষকদের আগ্রহ বাড়াবে এবং পরিবারভিত্তিক অর্থনৈতিক উন্নয়নেও সহায়ক হবে। নারিকেল শুধু খাদ্য নয়, এটি একটি লাভজনক কৃষি পণ্য।”