রায়পুর পৌরসভার ২৯ কোটি টাকার বাজেট ঘোষনা

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ২৯ কোটি ৯৩ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে পৌরসভা সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মোঃ ইমরান খান।
ঘোষিত বাজেটে উন্নয়ন ও অবকাঠামো খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এ বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মাস উদ মোর্শেদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাজহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জেবুন্নেছা পান্না এবং রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন।
পৌর প্রশাসক মোঃ ইমরান খান সাংবাদিকদের বলেন, “রায়পুর পৌরসভা একটি প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে আধুনিক নগর হিসেবে গড়ে ওঠার পথে রয়েছে। আমরা কাজ করছি যাতে নগরটি যানজটমুক্ত এবং ফুটপাতসমৃদ্ধ হয়।”
তিনি আরও বলেন, “দ্রুত সময়ের মধ্যে রায়পুরে যানজট নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন আনা হবে। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নেওয়া হবে।”
রায়পুর পৌরসভা এলাকার অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্য নিয়ে এই বাজেট পরিকল্পনা করা হয়েছে। পৌর প্রশাসনের সূত্রে জানা গেছে, বাজেটে বিভিন্ন রাস্তাঘাট সংস্কার, পানিসম্পদ ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য-শিক্ষা খাতেও বরাদ্দ রাখা হয়েছে।
স্থানীয়রা মনে করেন, বাজেটে নতুন কোনো কর না থাকায় সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ পড়বে না। তবে কার্যকর বাস্তবায়নই হবে মূল চ্যালেঞ্জ।
রায়পুর পৌরসভা প্রশাসন আশা করছে, এই বাজেটের মাধ্যমে পৌর এলাকা আরও বাসযোগ্য এবং সুষ্ঠু পরিবেশে উন্নত হবে।