রায়পুর পৌরসভার উদ্যোগে পৌর এলাকার উন্নয়নে মহাপরিকল্পনা (Master Plan) প্রণয়নের অংশ হিসেবে জরিপকৃত তথ্য উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন সিনিয়র কনসালটেন্ট আল আমিন নূর, নগর পরিকল্পনাবিদ আল মুস্তাকিন অপূর্ব, সহকারী নগর পরিকল্পনাবিদ সিফাত রেজা ও ওয়ালীউল্লাহ রিমনসহ সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
কর্মশালায় রায়পুর পৌরসভার বিভিন্ন দিকের জরিপকৃত তথ্য তুলে ধরা হয়। এতে ভূ-প্রকৃতি, জনসংখ্যা, অবকাঠামো, সেবা সুবিধা, পানিনিষ্কাশন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা ও স্বাস্থ্যসহ ভবিষ্যৎ পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। সংশ্লিষ্ট পরামর্শক প্রতিষ্ঠান ও কারিগরি টিমের সদস্যরা বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
পৌর প্রশাসক মোঃ ইমরান খান বলেন, “রায়পুর পৌরসভাকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য মহাপরিকল্পনা প্রণয়ন অপরিহার্য। আমরা চাই জনসাধারণের মতামত ও অংশগ্রহণের মাধ্যমে একটি টেকসই ও কার্যকর পরিকল্পনা তৈরি করতে।”
কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীরা তথ্যভিত্তিক মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন। এই মতামতগুলো মহাপরিকল্পনার চূড়ান্ত খসড়ায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন প্রকল্প সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানের উপস্থাপনা করেন নগর পরিকল্পনাবিদ আল মুস্তাকিন অপূর্ব। কর্মশালার শেষ ভাগে পৌরসভার পরিকল্পিত উন্নয়নের গুরুত্ব নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে রায়পুরকে আধুনিক ও সবল শহর হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে গভীর চিন্তাভাবনা করেন।
রায়পুর পৌরসভা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে। তারা স্থানীয় পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।