হেরোইন, ইয়াবা ও পেথিডিনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় পৃথক তিনটি অভিযানে হেরোইন, ইয়াবা ও নিষিদ্ধ পেথিডিন ইনজেকশনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল দল।
রবিবার (২২ জুন) দিবাগত রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মেদুয়ারী এলাকার বাকসাতরা মোড় বাজার সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে থেকে ৫ গ্রাম হেরোইনসহ মো. আতিকুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি একই গ্রামের মৃত সিরু মিয়ার ছেলে। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। তার বিরুদ্ধে এর আগেও ৫টি মাদক মামলা রয়েছে।
রাত সাড়ে ৩টায় উপজেলার মাহমুদপুর ব্রিজঘাট এলাকার আনন্দ সাব্বির অটো ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মনিরুজ্জামান (৩০) নামে আরও একজনকে আটক করা হয়। তিনি মাহমুদপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৬ হাজার টাকা।
অপরদিকে, একই রাতে ভোর ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেপান্তর হোটেল অ্যান্ড রিসোর্টের সামনে যৌথ বাহিনীর একটি চেকপোস্টে তল্লাশির সময় মো. ফারুক মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে প্রায় ১ হাজার পিস নিষিদ্ধ পেথিডিন ইনজেকশন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা। ফারুক নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম কাটলী গ্রামের আঃ হাকিমের ছেলে। জানা গেছে, তার বিরুদ্ধেও পূর্বে ১৫টি মাদক মামলা রয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদারভাবে চলবে।