মেরিটাইম ইউনিভার্সিটিতে ড্রাইভিং শিখছে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা, অংশ নিয়েছে ৬০ জন

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের জন্য আজ ২১ জুন শনিবার থেকে শুরু হয়েছে চার সপ্তাহব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম। রাজধানীর মিরপুরে অবস্থিত বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি (IQAC) পরিচালক ক্যাপ্টেন মোশাররফ হোসাইন এবং বিআরটিসির মিরপুর বাস ডিপোর অপারেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম। এ সময় আরও অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্রতিদিন ২৫ থেকে ৩০ মিনিট ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করবেন। পাশাপাশি প্রতি শনিবার অনুষ্ঠিত হবে তাত্ত্বিক ক্লাস। প্রশিক্ষণের সম্পূর্ণ ব্যয়ভার বহন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উদ্বোধনী বক্তব্যে ক্যাপ্টেন মোশাররফ হোসাইন বলেন,
“উপাচার্যের বলিষ্ঠ নেতৃত্বে এই ব্যতিক্রমী উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে। ভবিষ্যতে আরও নানামুখী প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে।”
প্রথম পর্যায়ে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী এই প্রোগ্রামে অংশ নিচ্ছেন। এর মধ্যে শিক্ষক পর্যায় থেকে ৬ জন পুরুষ ও ৬ জন নারী, কর্মকর্তা পর্যায় থেকে ৪ জন পুরুষ ও ৪ জন নারী, মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী থেকে ১০ জন (প্রতিটি প্রোগ্রাম থেকে একজন করে) এবং স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী থেকে ২০ জন ছাত্র ও ১০ জন ছাত্রী অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণ শেষে সফল অংশগ্রহণকারীদের মিরপুর বিআরটিসি বাস ডিপো থেকে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ সনদ প্রদান করা হবে।
উল্লেখ্য, দেশে কর্মমুখী শিক্ষা ও আত্মনির্ভরশীলতা অর্জনে এমন প্রশিক্ষণ কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।