ফেনী মডেল থানার নতুন ওসি ফৌজুল আজিম।

মশি উদ দৌলা রুবেল, ফেনী।। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন গাজী মুহাম্মদ ফৌজুল আজিম।গত ৩ ডিসেম্বর (মঙ্গলবার) লটারির মাধ্যমে ৫২৭ থানার অফিসার ইনচার্জদের বদলির আদেশের মাধ্যমে তাকে ফেনী মডেল থানায় পদায়ন করা হয়।গত শনিবার (৭ ডিসেম্বর) ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ফেনী সদর মডেল থানায় যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।একই সাথে ফেনী সদর মডেল থানার ওসি মো.শামসুজ্জামানকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার ইনচার্জ (ওসি) হিসাবে বদলি করা হয়েছে।
জুলাই বিপ্লবের পর গত বছরের সেপ্টেম্বর মাসে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে প্রথমবারের মতো ইন্সপেক্টর গাজী মুহাম্মদ ফৌজুল আজিম দায়িত্বভার গ্রহণ করেন। একটানা ১ বছর ৩ মাসের অধিক সময় তিনি সুনামের সাথে কোম্পানিগঞ্জ থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেন।চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার গাজী মুহাম্মদ ফৌজুল আজিম পুলিশ বাহিনীতে যোগদানের পর থেকে সিএমপি,চট্টগ্রাম রেঞ্জের কক্সবাজার,নোয়াখালী,ফেনী জেলা ও পিবিআইতে দায়িত্ব পালন করেন।নতুন ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ফেনী সদর উপজেলা বাসীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।