ফেনীর ছাগলনাইয়ায় ফেন্ডস সার্কেল শীত উৎসব উদযাপন।

মশি উদ দৌলা রুবেল, ফেনী।। পুরোনো দিনের স্মৃতি রোমন্থন,অনুভূতি প্রকাশ আর দেশাত্বকবোধক গান,ইসলামী সংগীত,র‍্যালি ক্রীড়া প্রতিযোগিতাসহ নানান আয়োজনের মধ্য দিয়ে আজ ফেন্ডস সার্কেল ছাগলনাইয়া উদ্যোগে ছাগলনাইয়া সরকারি কলেজ ক্যাম্পাসে শীত উৎসব-২০২৫ উদযাপিত হয়েছে।
সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠানে আগতদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো কলেজ আঙিনা। শীত উৎসব আয়োজক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক আবদুল মজিদ পাটোয়ারীর সভাপতিত্বে সিনিয়র প্রভাষক আবুল হাসানের সঞ্চালনায় উক্ত শীত উৎসবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিক ব্যক্তিত্ব ও ফেনী ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট এসএম কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মাহমুদ আজাদ, দিদারুল আলম মজুমদার,অধ্যক্ষ পেয়ার আহম্মদ মজুমদার,মুজিবুর রহমান, ওমর ফারুক মজুমদার, আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ আলা উদ্দিন , সাবেক ছাত্রনেতা আবদুল মোমিন,হারুন অর রশিদ খোকন,সাবেক জিএস এরশাদ উল্লাহ পাটোয়ারী কামরুল ইসলাম,আবুল কালাম পাটোয়ারী,শহীদ জাফর জাহাঙ্গীরের ছোট ভাই মোঃ আলমগীর,কাজী মোশারফ হোসেনের ছোট ভাই দেলোয়ার হোসেন প্রমুখ চার শতাধিক সদস্যের পদচারণায় ছাগলনাইয়া সরকারি কলেজ ক্যাম্পাসে স্বপরিবারে নবীন-প্রবীণের মিলনমেলায় পরিণত হয়।শীত উৎসবের প্রথম পর্বে স্মৃতিচারণ ও অনুভূতি প্রকাশ করেন আগতরা।
মধ্যাহৃভোজের পর আউটডোরে নারী,শিশুসহ সবার জন্য আলাদা আলাদা ইভেন্টে চলে ক্রীড়া প্রতিযোগিতা।হাসি-আনন্দ আর উচছ্বাসে মুখরিত হয়ে ওঠেছিল পুরো ক্যাম্পাস।সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গে আয়োজক কমিটির পক্ষ থেকে শীত উৎসবের সমাপ্তি ঘোষণা হলেও দীঘদিন পর প্রিয় ক্যাম্পাসে এসে অনেকে মাঠের মধ্যে পুরোনো বন্ধুদের নিয়ে প্রাণবন্ত আলোচনায় মেতে ওঠতে দেখা গেছে।ফেন্ডস সার্কেল ছাগলনাইয়ার আয়োজনে শীত উৎসব আয়োজন যেন প্রতিবছর অনুষ্ঠিত থাকে অনুভূতি প্রকাশ ও স্মৃতিচারণে অনেকে তাদের অভিমত প্রকাশ করেন।