ফেনীর সোনাগাজীতে বন্ধনমুক্ত স্কাউটসের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রথম ‘ফ্রেন্ডশীপ ক্যাম্পেইন’। শনিবার সোনাগাজীর সোনাপুর হাজী শামছুল হক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। শিক্ষা, নেতৃত্ব ও সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছেন।
বন্ধনমুক্ত স্কাউটসের সভাপতি শেখ আবদুল হান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাস্টার বেল্লাল হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। তিনি বলেন, স্কাউটিং কার্যক্রম তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্যাম্পেইন সামাজিক সম্প্রীতি ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ফেনী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগ এবং সোনাপুর হাজী শামছুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম শফিকুল ইসলাম।
বন্ধনমুক্ত রোভার স্কাউট গ্রুপের লিডার আজগর হোসাইনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, উপজেলা কৃষকদল নেতা শেখ আনোয়ার, আমিরাবাদ ইউনিয়ন বিএনপি নেতা সাজল হক সোহেল, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল সজিব, সহ-সভাপতি মাইন উদ্দিন আহমেদ এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম সোহাগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
আয়োজক সূত্র জানায়, ফেনী জেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২৩০ জন স্কাউট সদস্য এই ফ্রেন্ডশীপ ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন। ক্যাম্প চলাকালে স্কাউটিং প্রশিক্ষণ, নেতৃত্ব বিকাশ, দলগত কার্যক্রম, সামাজিক সচেতনতামূলক সেশন এবং বন্ধুত্বমূলক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বন্ধনমুক্ত স্কাউটস নিয়মিতভাবে স্কাউটদের দক্ষতা উন্নয়ন ও সমাজমুখী কার্যক্রমে সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে। এই ফ্রেন্ডশীপ ক্যাম্পেইন তরুণদের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।