ফেনীতে এক গাভীর সিজার অপারেশন (Caesarean Section) করে সফলভাবে বাচ্চা প্রসব করানো হয়েছে—যা স্থানীয় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষীপুর গ্রামে অবস্থিত এক নতুন বাড়ির খামারে। এ অপারেশন সম্পন্ন করেন পশু চিকিৎসক ডা. জিয়া উদ্দিন ইব্রাহিম।
ডা. জিয়া উদ্দিন ইব্রাহিম জানান, খামারি দুলাল মিয়ার একটি গাভী তিন দিন ধরে প্রসব বেদনায় ভুগছিল। স্থানীয় পশু চিকিৎসকদের সহায়তায় নরমাল ডেলিভারির চেষ্টা করা হলেও সফল হয়নি। পরে বিষয়টি তার কাছে জানানো হলে গাভীর শারীরিক অবস্থা পরীক্ষা করে তিনি বুঝতে পারেন, নরমাল ডেলিভারি সম্ভব নয়। ফলে মালিকের অনুমতি নিয়ে তিনি সিজার অপারেশনের সিদ্ধান্ত নেন।
অপারেশনের মাধ্যমে নিরাপদে একটি বাছুরের জন্ম হয়। বর্তমানে গাভী ও বাছুর উভয়েই সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে চিকিৎসক নিশ্চিত করেছেন। অপারেশনে প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন খামারি দুলাল মিয়া।
দুলাল মিয়া বলেন, “আমার গাভীটি তিন দিন ধরে কষ্ট পাচ্ছিল। ডা. জিয়া উদ্দিন ইব্রাহিম স্যারের অভিজ্ঞতায় গাভী ও বাছুর দু’জনই এখন সুস্থ আছে—এতে আমি খুব খুশি।”
বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো সঠিক চিকিৎসা ও অভিজ্ঞ পশু চিকিৎসকের সিদ্ধান্তই এই অপারেশন সফল হওয়ার মূল কারণ। দেশের অনেক এলাকায় গরুর সিজার এখনো বিরল ঘটনা হলেও, ধীরে ধীরে পশু চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে এমন সফলতা বাড়ছে।
এই সফল সিজার অপারেশন স্থানীয় খামারিদের মধ্যেও নতুন আশার সঞ্চার করেছে। অনেকেই মনে করছেন, এ ধরনের উদ্যোগ পশুপালনে আগ্রহী তরুণ উদ্যোক্তাদের আরও আত্মবিশ্বাসী করবে।