মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিসহ ৫ দফা দাবি তুলে ধরে নড়াইলে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে নড়াইল শহরের আদালত সড়কে জেলা জামায়াতে ইসলামী’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু। সভাপতিত্ব করেন জেলা কর্মপরিষদ সদস্য ও নড়াইল-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জামিরুল হক টুটুল।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা কার্যকরী পরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মো. আলমগীর হোসেন, নড়াইল সদর উপজেলা শাখার আমির আবদুল্লাহ আল আমীন, যুব বিভাগের জেলা সভাপতি খিয়ামউদ্দিনসহ জেলা, উপজেলা ও পৌর জামায়াত এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, “জুলাই জাতীয় সনদের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের চলমান রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে সরকারকে অবিলম্বে নির্বাচনের ঘোষণা দিতে হবে।”
জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবি
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন। ২. উভয় কক্ষে দুই সংসদে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারী সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
বক্তারা আরও দাবি করেন, জনগণের প্রকৃত অংশগ্রহণ ছাড়া নির্বাচনের নামে প্রহসন আর বরদাস্ত করা হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা টিকিয়ে রাখতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনই এখন সময়ের দাবি।