গোপালগঞ্জে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

মো: সাইফুর রশিদ চৌধুরী, গোপালগঞ্জ।। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”— এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ ফুটবল প্রতিযোগিতা। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মুহাম্মদ কামরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার এবং প্রবাসী উদ্যোক্তা কোরবান আলী চেয়ারম্যান (মালয়েশিয়া)। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারা, ক্রীড়াবিদ ও শত শত দর্শকের উপস্থিতিতে স্টেডিয়াম পরিণত হয় উৎসবের মিলনমেলায়।
এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল দুইজন চীনা ধারাভাষ্যকার, যারা চীনা ভাষায় সরাসরি ধারাবিবরণী দেন। তাদের উপস্থিতি এবং ভিন্নধর্মী ধারাভাষ্য পুরো মাঠে সৃষ্টি করে এক অনন্য অভিজ্ঞতা যা গোপালগঞ্জের ক্রীড়াপ্রেমীদের জন্য ছিল প্রথম।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গোপালগঞ্জ সদর উপজেলা দল ও মুকসুদপুর উপজেলা দল। রোমাঞ্চকর খেলায় সদর উপজেলা দল ২১ গোলে মুকসুদপুরকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশে প্রেরণামূলক বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, “তারুণ্যের এই উৎসব কেবল ফুটবল প্রতিযোগিতা নয়; এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, ঐক্য, দলগত কাজ ও নেতৃত্ব শেখার সুযোগ করে দেবে। আমরা চাই, গোপালগঞ্জের তরুণেরা খেলাধুলার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলুক।”
উৎসবকে ঘিরে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত দর্শক ও ক্রীড়াপ্রেমীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম। খেলাকে কেন্দ্র করে তৈরি হয় আনন্দ-উচ্ছ্বাস আর তারুণ্যের প্রাণচাঞ্চল্যে ভরপুর এক পরিবেশ।
এই প্রতিযোগিতা চলবে সপ্তাহজুড়ে, যেখানে জেলার বিভিন্ন উপজেলার দলগুলো অংশ নেবে। আয়োজকরা জানিয়েছেন, “তারুণ্যের উৎসব” নিয়মিত আয়োজন হিসেবে চালু রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে গ্রামীণ পর্যায়ের তরুণ ফুটবলারদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়।