নড়াইলে দৈনিক পাঠক প্রবাহের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন

নড়াইলের গণমাধ্যম অঙ্গনে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করল দৈনিক পাঠক প্রবাহ। শনিবার (৪ অক্টোবর) বিকেলে নড়াইল শহরে আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, যা পুরো পরিবেশে আনয়ন করে এক সুশৃঙ্খল ও অনুপ্রেরণাদায়ী আবহ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জজ কোর্টের পিপি ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক, যিনি আনুষ্ঠানিকভাবে প্রধান কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট এস. এম. আব্দুল হক বলেন, “সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব সাংবাদিকতার প্রাণ। ‘দৈনিক পাঠক প্রবাহ’ সেই মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যাবেএই প্রত্যাশা করছি।”
তিনি আরও উল্লেখ করেন, স্বাধীন গণমাধ্যম সমাজের দর্পণ। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জনই একটি পত্রিকার সবচেয়ে বড় অর্জন।
পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম. এম. মাহবুবুর রশিদ লাবলু তার স্বাগত বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য হবে মানুষের কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা এবং সমাজে আলোকিত চিন্তার প্রবাহ সৃষ্টি করা।”
তিনি আরও যোগ করেন, “পাঠক প্রবাহ কেবল একটি পত্রিকা নয়, এটি হবে গণজাগরণের নির্ভরযোগ্য কণ্ঠ।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন
ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ তারিকুজ্জামান লিটু,
নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম,
এনটিভির সাংবাদিক ও প্রেসক্লাবের সহ-সভাপতি এম. মুনির চৌধুরী,
নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল কবির (টুকু),
এবং দৈনিক ডেসটিনি পত্রিকার সাব-এডিটর উত্তম সরকার।
বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। “সাংবাদিকতা কেবল খবর প্রকাশ নয়, এটি সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রতি দায়িত্ববোধের প্রতিফলন।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক মো. নূরুন্নবী সামদানী।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দলজিৎপুর ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান। দোয়ার মাধ্যমে নতুন এই দৈনিকের সফলতা, স্থায়িত্ব ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার প্রার্থনা করা হয়।
উপস্থিত ছিলেন পত্রিকার উপদেষ্টা শেখ মোয়াজ্জেম হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক এম. সাদ্দাম হোসেন, এবং নড়াইল কণ্ঠের সাব-এডিটর কাজী আনিসুজ্জামানসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক পাঠক প্রবাহ’-এর এই শুভ উদ্বোধনের মধ্য দিয়ে নড়াইলের গণমাধ্যমে যুক্ত হলো নতুন এক নির্ভরযোগ্য নাম গণজাগরণের জাগ্রত কণ্ঠ “পাঠক প্রবাহ”।