ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সভার আয়োজন করে গ্রীন ফোর্স বাংলাদেশ নবীনগর উপজেলা শাখা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা, নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কমডোর সানাউল নোমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেবজুল বাহার।
প্রধান অতিথির বক্তব্যে অব. কমডোর সানাউল নোমান বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। সাংবাদিক সমাজ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষা ও সচেতনতার মাধ্যমেই আমরা দুর্নীতি প্রতিরোধ করতে পারি।”
তিনি আরও বলেন, “একজন গ্রীন ফোর্স সদস্যই নবীনগরকে দুর্নীতিমুক্ত করতে পারে। নির্বাচন এলেই অনেকেই এমপি হতে চান, উন্নয়নের প্রতিশ্রুতি দেন, কিন্তু সমাজ থেকে দুর্নীতি দূর করতে কেউ কাজ করেন না। একজন সচেতন, শিক্ষিত নাগরিকই পারে এই পরিবর্তন আনতে।”
সভায় বক্তারা দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, এটি সমাজ ও নৈতিকতার অবক্ষয়েরও কারণ। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যম—সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতি রোধ করতে হবে।