ইসলামী আইন প্রতিষ্ঠা ছাড়া মানুষের অধিকার নিশ্চিত নয় : মাওলানা মাহমুদুন্নবী

বরিশালের বাকেরগঞ্জে পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাদ আছর পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের নুরুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি ও বাকেরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আমির অধ্যাপক ফিরোজ আলম এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি নুরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন,
“দেশ আজ ভয়ংকর জাহেলিয়াতের যুগ অতিক্রম করছে। এখানে নেই সুশাসন, নেই নারীর অধিকার, নেই শ্রমিকের ন্যায্য অধিকার, নেই নির্যাতিত মানুষের আইনি সহায়তার নিশ্চয়তা। ইসলামী বিধি-বিধান বহির্ভূত সমাজ ব্যবস্থা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।”
তিনি আরও বলেন, “একমাত্র ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলেই মানুষের অধিকার নিশ্চিত হবে। কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পারলেই দেশে সাম্যভিত্তিক, শ্রেণি বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে। ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠা পাবে, শ্রমিকদের অধিকার রক্ষা হবে এবং রাষ্ট্রের সব নাগরিক নিরাপত্তা পাবে।”
তিনি দাবি করেন, “আজ দেশ জুলুম-অত্যাচারে ভরে গেছে। ইসলামি আইন ছাড়া এ অবস্থা থেকে মুক্তির কোনো উপায় নেই।