বীর মুক্তিযোদ্ধা ঢোল গোবিন্দ দাশ চিরনিদ্রায় শায়িত

সুনামগঞ্জ জেলার ভাটি অঞ্চল খ্যাত শাল্লা উপজেলার ডুমরা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ঢোল গোবিন্দ দাশ আর নেই। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

ঢোল গোবিন্দ দাশ ছিলেন মুক্তিকামী মানুষের এক সাহসী যোদ্ধা। স্বাধীনতা যুদ্ধ চলাকালে তিনি জীবনবাজি রেখে দেশমাতৃকার জন্য লড়াই করেছেন। যুদ্ধের ময়দানে তাঁর অবদান ছিল অনন্য। তাঁর নেতৃত্ব ও সাহসিকতা স্থানীয় মুক্তিকামীদের উজ্জীবিত করেছিল।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। স্বজন, প্রতিবেশী ও স্থানীয় মুক্তিযোদ্ধারা একে একে তাঁর বাড়িতে ভিড় করেন। এলাকার মানুষ জানান, ঢোল গোবিন্দ দাশ শুধু মুক্তিযোদ্ধা নন, তিনি ছিলেন সমাজের এক আলো। গ্রামের উন্নয়ন, শিক্ষা ও মানবিক কাজে তিনি সবসময় এগিয়ে এসেছেন।

শুক্রবার সকালে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসময় স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। গার্ড অব অনার প্রদান শেষে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

ঢোল গোবিন্দ দাশের মৃত্যুর মধ্য দিয়ে দেশ এক মহৎ মুক্তিযোদ্ধাকে হারাল। স্বাধীনতার এই যোদ্ধার স্মৃতি ও অবদান আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। জাতি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে।