ভোলার বকুলতলা মসজিদের পাশের বাসিন্দা দৈনিক পত্রিকার বিপণন কর্মী নিশান দীর্ঘদিন ধরে সমাজের বিশিষ্টজন, জ্ঞানী-গুণী ও রাজনীতিবিদদের কাছে প্রতিদিন সংবাদপত্র পৌঁছে দিয়ে সেবা করে আসছেন।
কিন্তু গত বছর পত্রিকা পরিবহনের সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে যায়। সেই থেকে টানা এক বছর ধরে তিনি চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ চিকিৎসা ও অপারেশনের পেছনে পরিবারের সামর্থ্যের বাইরে বিপুল অর্থ ব্যয় হয়েছে।
নিশানের পরিবার জানায়, ছোট ছোট তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে এখন সংসার চালানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ ও চলমান চিকিৎসার ব্যয় মেটাতে তারা দারুণ সংকটে আছেন।
মানবিক সহায়তার জন্য সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন নিশানের পরিবারের সদস্যরা। সাহায্য পাঠানোর জন্য সরাসরি যোগাযোগ ও বিকাশ নম্বর: ০১৭৮৯-৮৪৭৯১৩।