নড়াইলে কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লীগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নড়াইলের ক্রীড়াঙ্গনে যোগ হলো নতুন এক সাফল্যের অধ্যায়। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো “কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লীগ”-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। খেলাটি ছিল উপচেপড়া দর্শকে ভরপুর এবং উৎসবমুখর পরিবেশে আয়োজিত।
এ প্রতিযোগিতা আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এবং পৃষ্ঠপোষকতায় ছিল মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)। জেলার খেলাধুলায় নতুন উদ্দীপনা যোগ করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফাইনালে মুখোমুখি হয় ইয়ং প্যাগাসাস ক্লাব ও কামাল প্রতাপ তরুণ সংঘ। আক্রমণাত্মক খেলার মধ্য দিয়ে ইয়ং প্যাগাসাস ক্লাব প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে ১৭-১০ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে। এ জয়ের মাধ্যমে তারা এবারের লীগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব লিংকন বিশ্বাস। তিনি বলেন, “এ ধরনের প্রতিযোগিতা কেবল খেলোয়াড় তৈরি করে না, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দক্ষ ও মাদকমুক্ত রাখতে বিশেষ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. কামরুজ্জামান। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. হেমায়েতুল হক হিমু, মোতাসসিন বিল্লাহ, নড়াইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. নূরুন্নবী সামদানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াবিদ ও সাংবাদিকরা।
উল্লেখ্য, কিউট জেলা ভিত্তিক ১ম বিভাগ হ্যান্ডবল লীগে মোট ১৬টি ক্লাব অংশগ্রহণ করে। শুরু থেকেই দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও আগ্রহ। প্রতিটি খেলাই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যা নড়াইলের খেলাধুলায় নতুন মাত্রা যোগ করেছে।
স্থানীয় ক্রীড়াবিদ ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করবে এবং জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে।