নরসিংদীর মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। এসআই শাহিনূর ইসলামের দক্ষ নেতৃত্বে পরিচালিত এ অভিযানে হাতিরদিয়া বাজার এলাকা থেকে শেখ দেলোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার হাতিরদিয়া গ্রামের মৃত শেখ নূরুজ্জামানের ছেলে।
শনিবার (তারিখ) রাতে মনোহরদী থানার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সুপার (শিবপুর সার্কেল) রায়হান সরকার এবং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) দুলাল আকন্দের নির্দেশনায় এসআই শাহিনূর সংগীয় ফোর্সসহ এ অভিযানে নেতৃত্ব দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ঢাকা কোতয়ালী থানায় মামলা নং ৯২৭/২২ দায়ের ছিল। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন বিশেষ ট্রাইব্যুনাল দায়রা নং ৫১৮৯/২৩ মামলায় তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।
অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তিনি মনোহরদী থানার হেফাজতে রয়েছেন। এ বিষয়ে এসআই শাহিনূর ইসলাম বলেন, “আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হবে।”
স্থানীয়রা জানান, পুলিশের এ ধরনের অভিযান এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করবে। গ্রেফতারের ঘটনায় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং পুলিশের এই সাফল্যের প্রশংসা করেছেন।