নরসিংদীর মনোহরদীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চালাকচর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান। তিনি জানান, ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি রোধ এবং নিরাপদ খাদ্য ও ওষুধ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
অভিযানের সময় দেখা যায়, বাজারের শফিক স্টোরে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য সংরক্ষণ করা হয়েছিল। এ অপরাধে দোকান মালিককে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯”-এর ৫১ ধারায় ৫,০০০ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ঊর্মি মেডিকেল হলের মালিককেও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে একই আইনের ৫১ ধারায় ৩,০০০ টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৮,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী পরিচালক আরও জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলা গুরুতর অপরাধ। এ ধরনের অনিয়মকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। জনস্বার্থে ভেজাল ও অনিরাপদ পণ্যের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহ্ নেওয়াজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞরা বলছেন, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রশাসনিক তৎপরতা নয়, ব্যবসায়ীদেরও সচেতন হতে হবে। মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি বন্ধ করা গেলে সাধারণ মানুষ নিরাপদ খাদ্য ও ওষুধ ব্যবহারে নিশ্চিন্ত হতে পারবেন।