রাজবাড়ীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক সরকার। পরিচালনা করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বাবলু চক্রবর্তী ও সদস্য অমিত প্রামাণিক।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ দেশে অন্যায় করেছে, তাই আজ পালিয়ে যেতে হয়েছে। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আমিও আপনাদের সঙ্গে আছি। আমরা একসাথে থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। দেশের পরিস্থিতি ভালো নয়, তবে আপনাদের পাশে আমি সবসময় ছিলাম, আছি এবং থাকব।”
সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিতাই রায়, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব এবং জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অনিন্দতা গুহ বানী।
সভা শুরুর আগে উপস্থিতদের মধ্য থেকে বিভিন্ন মতামত শোনা হয়। নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সম্প্রদায়ের সমস্যাবলি ও করণীয় তুলে ধরেন।
শেষে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক সরকার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এই মতবিনিময় সভাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ সাড়া পড়ে এবং উপস্থিত বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।