বাংলাদেশ সাংবাদিক ক্লাবের (বিজেসি) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক অসিত গাইনকে এক অনাড়ম্বর কিন্তু প্রাণবন্ত সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে বিজেসি দক্ষিণাঞ্চল শাখার প্রধান কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অসিত গাইনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সহকর্মী সাংবাদিকরা। উপস্থিত শতাধিক সাংবাদিক এ আয়োজনে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত করেন।
অনুষ্ঠানে সাংবাদিকদের স্বাগত জানান বিজেসি দক্ষিণাঞ্চল শাখার সভাপতি ফকির মিরাজ আলী শেখ এবং সাধারণ সম্পাদক মো. মাহমুদ মিনা। বক্তারা বলেন, অসিত গাইনের মতো নিবেদিতপ্রাণ সাংবাদিকরা সংগঠনের নেতৃত্বে আসায় বিজেসি আরও শক্তিশালী হবে।
পাশাপাশি, ঢাকায় দায়িত্ব পালনকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল ইসলামের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন উপস্থিত সাংবাদিকরা।
সংবর্ধিত অতিথি ও বিজেসির সহ-সভাপতি অসিত গাইন অনুষ্ঠানে তার অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন, “সাংবাদিকতা একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার অঙ্গীকার। সহকর্মীদের এই ভালোবাসা আমার দায়িত্বকে আরও বাড়িয়ে দিল।”
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন সাংবাদিক ক্লাব ও সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় গণমাধ্যমকর্মীদের এই ঐক্যবদ্ধ উপস্থিতি বিজেসির সাংগঠনিক দৃঢ়তা ও সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ককে আরও সুসংহত করেছে।
এই আয়োজন শুধু একটি সংবর্ধনা নয়, বরং গণমাধ্যমের শক্তিকে একত্রিত করার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে বলে অভিমত দেন অনেকেই।