সুনামগঞ্জের সুরমা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন বিএনপি শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেল ৩টায় বেরীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হাই এবং সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
বিশেষ অতিথির আসনে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট শেরেনুর আলী, নাসিম উদ্দিন লালা, মো. আব্দুল হাই, ফুল মিয়া চেয়ারম্যান, সদর বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান দিলু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমেদ, পৌর বিএনপির সদস্য সচিব মুর্শেদ আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে কিছু সুবিধাবাদী নেতারা ক্ষমতাসীনদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে ব্যবসা-বাণিজ্যে সুবিধা নিয়েছেন এবং অনেকেই বিদেশে আশ্রয় নিয়েছেন। অথচ তৃণমূলের প্রকৃত নেতাকর্মীরা হামলা-মামলা ও হুলিয়ার ভয়ে রাজপথ ছাড়েননি, বরং এ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে সক্রিয় থেকেছেন।
তারা আরও অভিযোগ করেন, অতীতের সেই সুবিধাভোগীরা বর্তমানে মাঠে নেমে নিজেদের বিএনপির নেতা দাবি করছেন এবং ধানের শীষের মনোনয়ন পাওয়ার জন্য প্রচার চালাচ্ছেন। বক্তারা সুনামগঞ্জ-৪ আসনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান—এ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে।
সভায় বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মীর উপস্থিতি সম্মেলনকে প্রাণবন্ত করে তোলে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সম্মেলনকে ঘিরে সুনামগঞ্জ-৪ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে।