ঝালকাঠি শহরে আলোড়ন সৃষ্টি করেছে এসএ পরিবহন (প্রাঃ) লিমিটেড শাখা ম্যানেজার শেখর বিশ্বাসের (৪৫) মৃত্যুর ঘটনা। মঙ্গলবার দুপুরে শহরের এসএ পরিবহন কার্যালয়ের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার পর স্থানীয় জনমনে শোকের পাশাপাশি নানা প্রশ্নও উঠছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কার্যালয়ের কর্মচারী নাইম প্রথমে ফ্যানের হুকের সঙ্গে ম্যানেজারের ঝুলন্ত দেহ দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি সদর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি শেখর বিশ্বাসকে ঝালকাঠি থেকে ঢাকায় বদলি করা হয়েছিল। অথচ তার পরিবার তখনও ঝালকাঠিতেই অবস্থান করছিল। মেয়ে স্মৃতি বিশ্বাস স্থানীয় সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তি হয়েছে এবং ছেলে সৈকত বিশ্বাস পড়াশোনা করছে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে। পরিবারকে রেখে ঢাকায় যোগদান করা নিয়ে তিনি মানসিকভাবে চাপের মধ্যে ছিলেন। সহকর্মী ও পরিবার সূত্রের দাবি, এই কারণেই তিনি হয়তো চরম সিদ্ধান্ত নিয়েছেন।
শেখর বিশ্বাস দীর্ঘদিন ধরে এসএ পরিবহনের ঝালকাঠি শাখার দায়িত্বে ছিলেন। তার হঠাৎ মৃত্যুতে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই জানিয়েছেন, দায়িত্বশীল ও সদালাপী হিসেবে তিনি সবার কাছে পরিচিত ছিলেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলেন, একজন দায়িত্বশীল পরিবারের কর্তা এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিতে পারেন, তা কেউই সহজে মেনে নিতে পারছেন না। তারা দ্রুত তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।