ফরিদপুরের সদরপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চক্ষু চিকিৎসা শিবির। সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার থেকে আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি চলছে। লক্ষ্য, এক সপ্তাহে অন্তত পাঁচ হাজার চক্ষু রোগীকে চিকিৎসা প্রদান এবং ৫০০ রোগীর চোখের ছানি অপারেশন সম্পন্ন করা।
শিবির শুরুর তিন দিনের মধ্যেই রোববার পর্যন্ত ১৭৫ জনের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।
রাজধানীর আল-নূর চক্ষু হাসপাতাল ও মক্কা চক্ষু হাসপাতালের ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১০০ সদস্যের মেডিকেল টিম এ ক্যাম্প পরিচালনা করছেন। তারা বিনা খরচে অসহায় রোগীদের চক্ষু পরীক্ষা, পরামর্শ, ওষুধ ও চশমা সরবরাহ করছেন। পাশাপাশি বাছাইকৃত রোগীদের ছানি অপারেশনও চলছে। আগামী বৃহস্পতিবার এই শিবিরের কার্যক্রম শেষ হবে।
রোববার দুপুরে চক্ষু শিবির পরিদর্শনে আসেন সৌদি আরবের চিকিৎসক ও দাতা সংস্থার প্রতিনিধি দল। এ বিষয়ে আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ সেক্টরের দলনেতা ডা. সালমান আহমেদ তাহের জানান, সংস্থাটি ১৯৯২ সাল থেকে এ দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং ইতোমধ্যে ৫০ লক্ষাধিক মানুষকে বিনা খরচে চিকিৎসা সেবা দিয়েছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য মানবতার কল্যাণে কাজ করা।”
চিকিৎসক (সার্জন) শফিকুল আলম বলেন, “এই এলাকার দরিদ্র অসহায় মানুষ, যাদের চোখে ছানি আছে– তাদের অপারেশন করেছি। তারা সবাই চোখে ভালো দেখতে পাচ্ছেন।”