জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণযোগ্য করার লক্ষ্য নিয়ে নতুন করে আন্তর্জাতিক সেল গঠন করেছে। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন এ কমিটি অনুমোদন দিয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুলতান মোহাম্মদ জাকারিয়া, আর সহসম্পাদক হয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ। এছাড়া সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন – আরিফ সোহেল, আবু সাঈদ মোহাম্মদ উদ্দিন (দক্ষিণ এশিয়া), তাহসীন রিয়াজ, নাভিদ নওরোজ শাহ্, তৌহিদ হোসেন মজুমদার, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন এবং মাহবুব আলম।
এ কমিটির গঠনকে কেন্দ্র করে দলের মধ্যে আন্তর্জাতিক স্তরে সংযোগ বাড়ানো এবং নীতি-প্রণয়ন প্রক্রিয়া আরও গতিশীল করার আশা প্রকাশ করা হয়েছে।