পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাতক্ষীরার পৌর ৭ নম্বর ওয়ার্ড রইচপুরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য জশনে জুলুস র্যালি। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস স্মরণে আয়োজিত এ র্যালিটি রইচপুর গ্রামবাসী ও রইচপুর উত্তরপাড়া যুব কমিটির যৌথ উদ্যোগে সম্পন্ন হয়।
আজ শনিবার (০৬ সেপ্টেম্বর) ভোর ৬টায় রইচপুর আব্দুর রাজ্জাকের মোড় থেকে শুরু হয় র্যালিটি। এ সময় অংশগ্রহণকারীরা ‘রাসুলের আগমনে খুশি হয়েছি’ স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। র্যালিটি রইচপুর গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আব্দুর রাজ্জাকের মোড়ে এসে শেষ হয়।
র্যালিতে শিশু, কিশোর, যুবক ও প্রবীণসহ নানা বয়সী মানুষ অংশ নেন। অনেকের হাতে ছিল ইসলামিক পতাকা, ব্যানার ও পোস্টার, যেখানে মহানবী (সা.)-এর শানে লেখা নানা বার্তা শোভা পাচ্ছিল। ইসলামি আবেগে ভরপুর এ র্যালি পুরো এলাকাকে ধর্মীয় উৎসবের আবহে রঙিন করে তোলে।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও মানবতার বার্তা নিয়ে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর দেখানো পথে চললেই দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করা সম্ভব। সমাজে ন্যায়, শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য সবাইকে মহানবীর সুমহান আদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা শাখার বর্তমান যুগ্ম আহ্বায়ক মহাসিন আলম, পৌর ৭ নম্বর ওয়ার্ড জামাত আমির হাফেজ নুরুল হক, পশ্চিমপাড়া মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল বাকি, ঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আজগার আলী, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোহাম্মদ আলী হুজুর এবং মাহবুব আলম।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পশ্চিমপাড়া মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল বাকি। র্যালির সার্বিক সঞ্চালনা করেন মাহবুব আলম। অংশগ্রহণকারীরা এমন আয়োজনকে নিয়মিত করার আহ্বান জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।