গোপালগঞ্জে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওজোপাডিকো’র এক পিচ রেইট কর্মচারী। তাকে প্রকাশ্যে মারধর ও ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়। এসময় তার কাছে থাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য গচ্ছিত ১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর আহত কর্মচারীর স্ত্রী সুকুরন বেগম (৪০) গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী হারুন আর রশিদ আরামবাগ মসজিদের সামনে ব্রিজ এলাকায় বিদ্যুৎ বিলের কাগজ বিতরণের জন্য যাচ্ছিলেন। এসময় স্থানীয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত আরিফ (৩৫) তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে আরিফ প্রথমে কিল-ঘুষি ও লাথি মেরে, পরে ধারালো ছুরি দিয়ে হামলা চালায়। এতে হারুন আর রশিদ গুরুতর রক্তাক্ত জখম হন।
অভিযোগে বলা হয়, হামলার এক পর্যায়ে আরিফ হারুনের পকেটে থাকা ১.২৫ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, ভুক্তভোগীর বাম চোখের উপরে মারাত্মক আঘাত লেগেছে এবং ক্ষতস্থানে একাধিক সেলাই দিতে হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী সুকুরন বেগম বলেন, “আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
অভিযুক্ত আরিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা বলছেন, প্রকাশ্যে এমন ভয়াবহ ছিনতাই ও হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশা সাধারণ মানুষের।