এখন থেকেই নির্বাচনের প্রচার শুরু করে দিন! বিএনপি নেতা তালিমুল ইসলাম পলাশ

বরগুনা সদর উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। টাউনহল চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা প্রেসক্লাব চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “এখন থেকেই নির্বাচনের প্রচার শুরু করে দিন। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সবাইকে মানুষের দোরগোড়ায় গিয়ে প্রচারণা চালাতে হবে। দেশনায়ক তারেক রহমান বরগুনায় যাকে মনোনয়ন দেবেন, আমরা তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং ইনশাআল্লাহ বিএনপিকে বিজয়ী করব।”
র‌্যালি ও সমাবেশে অংশগ্রহণ করেন কয়েক হাজার নেতা-কর্মী। বৃষ্টি উপেক্ষা করে তারা শহরের প্রধান সড়কগুলোতে শ্লোগান দিতে দিতে অগ্রসর হন। তাদের উপস্থিতিতে পুরো শহর মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বৈরাচারী শাসনের অবসান চাইছে। আওয়ামী লীগ সরকারের নিপীড়নে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষ এখন সচেতন হয়েছে এবং তারা বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। আসন্ন নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে জয়ী করবে।”
আলোচনা সভার সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ। তিনি বলেন, “বরগুনার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে এখন থেকেই সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনী লড়াইয়ে জনগণকে পাশে রাখতে হবে।”
এই আয়োজনে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণ ভবিষ্যৎ নির্বাচনের প্রস্তুতিকে আরও জোরদার করবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।