নরসিংদীর মনোহরদী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ দুলাল আকন্দ। দায়িত্ব গ্রহণের পর অফিসার ও ফোর্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করা হয়।
নরসিংদীর মনোহরদী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ দুলাল আকন্দ। দায়িত্ব গ্রহণের পর থানার সকল অফিসার ও ফোর্সের পক্ষ থেকে তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ওসি মোহাম্মদ দুলাল আকন্দ বলেন,
“আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমি দায়িত্ব পালন করবো।”
তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষেরও সহযোগিতা অপরিহার্য। সবাই মিলে এগিয়ে এলে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।
মনোহরদী থানার অফিসার ও ফোর্সরা নতুন ওসির নেতৃত্বে এলাকায় জননিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।