জাতীয় পার্টি (জি এম কাদের অংশ) নিষিদ্ধের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
তিনি বলেন, আরপিও অনুযায়ী যেসব কর্মকাণ্ডের কারণে একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হতে পারে, জাতীয় পার্টি কখনোই সেসব কর্মকাণ্ডে জড়িত হয়নি। দলের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগও নেই। তাই নিষিদ্ধের দাবিতে তারা ভীত নন।
রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, “গতকাল (শনিবার) সন্ত্রাসীরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছিল। আমরা পুলিশ বাহিনীর কাছে কৃতজ্ঞ, তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে সন্ত্রাসীদের প্রতিহত করেছে।”
তিনি আরও বলেন, “এই মুহূর্তে অনেকেই জাতীয় পার্টিকে ব্যান (নিষিদ্ধ) করার দাবি তুলছেন। অথচ জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি। তাই সন্ত্রাসবিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি আইনগতভাবেও অযৌক্তিক।”
দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে তিনি প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, “সবাই প্রস্তুত থাকুন। কোনো আঘাত এলে জবাব দিতে হবে। আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন শান্তিপূর্ণ পরিবেশে করব। প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। জাতীয় পার্টিকে ব্যান করার যে চক্রান্ত চলছে, তা নস্যাৎ হয়ে যাবে।”
জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে মহাসচিব বলেন, দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে দল কাজ করছে। দেশ সবার, তাই সবাই মিলে দেশকে বাঁচাতে হবে।
এদিকে প্রত্যক্ষদর্শী, পুলিশ ও দলীয় সূত্রগুলো জানায়, শনিবার বিকেল চারটার দিকে বিজয়নগরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা। সমাবেশ শেষে মিছিল নিয়ে তারা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন ও কাকরাইল প্রদক্ষিণ করেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। এর কিছুক্ষণ পরই একদল অজ্ঞাত ব্যক্তি জাপার কার্যালয়ে হামলা চালায় এবং নিচতলায় আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।