রাজবাড়ীতে ডিসি ও এসপি’র সাথে এর মতবিনিময় করেন জেলা পুজা উদযাপন ফ্রন্ট

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। রবিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতাকর্মীরা প্রথমে জেলা প্রশাসক (ডিসি) সুলতানা আক্তারের সঙ্গে এবং পরে পুলিশ সুপার (এসপি) মো. কামরুল ইসলামের সঙ্গে বৈঠক করেন।
মতবিনিময়ে জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অনিন্দিতা গুহ (বানী), যুগ্ম-আহ্বায়ক ও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক সরকার, যুগ্ম-আহ্বায়ক ডা. কমল সরকার, বিশ্বজিৎ কুমার সেন (মানিক), রবিন কুমার দাস, সদস্য সচিব বাবলু চক্রবর্তীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রাজবাড়ী পৌর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি পরিমল সরকার, সদস্য রতন দাসসহ আরও অনেকে অংশ নেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “জেলার প্রতিটি পূজা মণ্ডপের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। মণ্ডপের সংখ্যা ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত আমাদের জানাতে হবে। প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।”
তিনি আরও জানান, কেন্দ্রীয় হরিসভা মন্দিরের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসন গুরুত্ব দেবে।
পুলিশ সুপার মো. কামরুল ইসলাম পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেন। তিনি বলেন, “প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা জরুরি। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলো আগেই শনাক্ত করে পুলিশকে জানাতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিদের সঙ্গে সমন্বয় রাখলে নিরাপত্তা জোরদার করা সহজ হবে।”
উল্লেখ্য, বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবছর লক্ষাধিক মানুষ অংশ নেন এ উৎসবে। তাই পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে এই মতবিনিময়কে স্থানীয় পূজা উদযাপন ফ্রন্ট অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।