সরাইলে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার (৩০ আগস্ট) বিকাল ৩টা থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুরু হওয়া এ কার্যক্রম সন্ধ্যা পর্যন্ত চলে। দিনব্যাপী আয়োজনে স্থানীয় মানুষের ব্যাপক সাড়া দেখা যায়।
উপজেলা জামায়াতে ইসলামির আমির এনাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান জাবেদের সঞ্চালনায় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় শুরা সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোবারক হোসেন আকন্দ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. নোমান মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা এনডিএফ সভাপতি এম এ হানিফ, জেলা অফিস সেক্রেটারি মুহাম্মদ মনিরুজ্জামান, ডা. ফরিদ উদ্দিন আহমেদ, সরাইল প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, সরাইল সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি খন্দকার বরকত উল্লাহ মিন্টু, চিকিৎসকবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা জামায়াতের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, বিকেল থেকে রাত পর্যন্ত মোট ১২ জন ডাক্তার বিভিন্ন বুথে কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। আয়োজকদের দাবি, এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক মানুষ চিকিৎসা গ্রহণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামির জেলা আমির মাওলানা মোবারক হোসেন আকন্দ বলেন, “মানবসেবাকে অগ্রাধিকার দিয়েই জামায়াতে ইসলামি মানুষের কল্যাণে কাজ করছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের উদ্যোগকে সফল করেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।”
সামাজিক দায়িত্ববোধ থেকে আয়োজিত এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। চিকিৎসা সুবিধা বঞ্চিত মানুষদের জন্য এ আয়োজন একটি উল্লেখযোগ্য উদ্যোগ বলে মনে করছেন স্থানীয়রা।