নবীনগরে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী মালাই গ্রামে অজ্ঞাত ফেক ফেসবুক আইডির মাধ্যমে গণ্যমান্য ব্যক্তিদের চরিত্র হননের অপপ্রচার এবং অশ্লীল বার্তা ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে মালাই গ্রামের চার রাস্তার মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় জনগণ ব্যাপকভাবে অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মাঈনুদ্দিন ঝন্টু। এসময় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য শফিক সরকার, ফরহাদ সরকার, শেখ হাফিজুর রহমান, সহকারী শিক্ষক মনিরুল হক চৌধুরী, নাছির সরকার, খুরশিদ আলম চৌধুরী, বাহরাইন প্রবাসী আনোয়ার হোসেন ও সাবেক ইউপি সদস্য কাদির চৌধুরীসহ অনেকে।
বক্তারা বলেন, মালাই একটি ঐতিহ্যবাহী ও শান্তিপ্রিয় গ্রাম। কিন্তু সম্প্রতি একটি কুচক্রী মহল ফেক ফেসবুক আইডির মাধ্যমে গ্রামের সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। শুধু তাই নয়, অশ্লীল বার্তা ও হুমকির মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এর ফলে গ্রামে শান্তি-শৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তারা আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার কেবল ব্যক্তিগত সম্মানহানি নয়, বরং গ্রামীণ ঐক্য ও ভ্রাতৃত্ব নষ্ট করার গভীর ষড়যন্ত্র। বক্তারা দ্রুত অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “আমরা চাই এই অপপ্রচারকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যাতে ভবিষ্যতে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে এভাবে সমাজে অশান্তি সৃষ্টি করতে না পারে।”
ইতোমধ্যে ভুক্তভোগী কয়েকজন নবীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর ইসলাম বলেন, “আমরা কল লিস্ট সংগ্রহসহ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত শুরু করেছি। অপরাধীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের দ্রুত পদক্ষেপই এ ধরনের অপকর্ম বন্ধ করতে পারে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখতে পারে।