শিক্ষার্থীদের প্রাণের ঝুঁকি, বিদ্যালয়ের ভেতর দিয়ে যান চলাচল বন্ধের দাবি

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতর দিয়ে যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জুলেখা খাতুন, সহকারী শিক্ষিকা লুৎফুন নাহার, অভিভাবক প্রতিনিধি শামসুল আলম, ফারুক আহমেদ খোকন, পপি আক্তার ও আসমা খাতুন প্রমুখ।
বক্তারা জানান, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই সীমানা প্রাচীর না থাকায় স্থানীয়রা বিদ্যালয়ের ভেতর দিয়ে যাতায়াত করছিল। বর্তমানে পথচারীর পাশাপাশি প্রতিদিন অসংখ্য সাইকেল, মোটরসাইকেল, অটোরিকশা, ইজিবাইক ও সিএনজি বিদ্যালয়ের ভেতর দিয়ে চলাচল করছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
তারা আরও বলেন, ২০২৪ সালের শুরুর দিকে বিদ্যালয়ের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা হলেও স্থানীয় প্রভাবশালীদের বিরোধিতার কারণে রাস্তার ওপর দেয়াল তোলা সম্ভব হয়নি। সম্প্রতি মোটরসাইকেল ও অটোরিকশার ধাক্কায় কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিদ্যালয়ের ভেতর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।