পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যকে সামনে রেখে সারাদেশের মতো মাদারীপুরের শিবচর উপজেলাতেও অনুষ্ঠিত হয়েছে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি। সোমবার (২৫ আগস্ট) দুপুরে যাদুয়ারচর এলাকার পতিত জমিতে এ কর্মসূচির উদ্বোধন করেন শিবচর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার চিন্ময় পান্ডে।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ গাছের মোট ৫০টি চারা রোপণ করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়রা জানান, এ ধরনের কার্যক্রম শুধু পরিবেশ নয়, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা আনসার ও ভিডিপি অফিসার চিন্ময় পান্ডে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। একটি ফলদ গাছ পরিবারের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করতে পারে। একইভাবে বনজ ও ঔষধি গাছ পরিবেশকে শীতল রাখতে সাহায্য করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণ যদি নিজ নিজ বসতবাড়ি ও পতিত জমিতে গাছ লাগান, তাহলে পরিবেশ রক্ষার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক মো. হুমায়ূন কবির, ইউনিয়ন দলনেতা অজিত ঘোষ, লিয়াকত আলী, শাহাজালাল, জালাল, গোপন রায়সহ আনসার ও ভিডিপির সদস্যরা। তারা এ কর্মসূচিকে সময়োপযোগী উদ্যোগ উল্লেখ করে বলেন, স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়লে পরিবেশ রক্ষায় সবাইকে যুক্ত করা যাবে।
এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আনসার ও ভিডিপি সমাজে পরিবেশবান্ধব উদ্যোগের অগ্রদূত হিসেবে কাজ করছে, যা ভবিষ্যতে শিবচরকে সবুজ ও টেকসই পরিবেশ গঠনে সহায়ক হবে।