নড়াইলে স্কুলছাত্র মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র আল মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে যোগানিয়া বাজার এলাকায় ছাত্রসমাজ ও এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্কুলশিক্ষক শামীম আহমেদ ভূঁইয়া, খায়রুল ইসলাম, আমানত ইসলাম পারভেজ, নিহত আল মামুনের বাবা হাবিবুর রহমান মোল্যা, বোন মুসলিমা, ভাবি কারিমা ইসলাম, জাকিয়া সুলতানা, সহপাঠী তামিম ইকবাল, আব্দুল আজিম, মিনহাজুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, গত ২২ জুলাই যোগানিয়া ডিএন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আল মামুন যোগানিয়া বাজারের এক সেলুনে চুল কাটতে গেলে শিমুল নন্দীসহ আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট মারা যায় মামুন। তারা অভিযোগ করেন, পূর্বশত্রুতার জেরে মামুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় গত ১১ আগস্ট নিহতের বাবা হাবিবুর রহমান মোল্যা বাদী হয়ে নড়াগাতী থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার ১ নম্বর আসামি শিমুল নন্দীসহ অন্যদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, এ মামলার এজাহারনামীয় আসামিদের মধ্যে গৌতম নন্দীকে (২৮) গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একইসাথে এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সোচ্চার রয়েছে।