নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রংছাতি ইউনিয়নের নল্লাপাড়ার মো. আবু চান মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২১), একই এলাকার সাইদুর রহমানের ছেলে মো. পলাশ মিয়া (৩০) এবং কলমাকান্দা ইউনিয়নের চারিকুম পাড়ার মো. জয়নাল মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (৩৫)।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারার আওতায় তাদের প্রত্যেককে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পরে সাজাপ্রাপ্তদের দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়। অভিযানের সময় কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান ও সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কলমাকান্দার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে একদিকে যেমন নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে ঝুঁকিতে পড়ছে আশপাশের ফসলি জমি ও বসতবাড়ি। এ ধরনের কার্যক্রমের ফলে নদীর পাড় ভেঙে যায় এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ে।
প্রশাসনের হস্তক্ষেপে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করলেও স্থানীয়রা দাবি করেছেন, এ ধরনের অভিযান যেন নিয়মিত হয়। তারা মনে করেন, অবৈধ বালু ব্যবসায়ী চক্রকে আইনের আওতায় আনা গেলে পরিবেশ রক্ষা পাবে এবং নদী তীরবর্তী এলাকার জনজীবন স্বাভাবিক থাকবে।